মায়ামি ওপেনের ফাইনালে কনটা-ওজনিয়াকি

প্রথম ব্রিটিশ নারী হিসেবে মায়ামি ওপেনের ফাইনালে উঠেছেন জোয়ানা কনটা। শনিবার শিরোপা লড়াইয়ে তিনি খেলবেন ডেনমার্কের কারোলিন ওজনিয়াকির বিপক্ষে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2017, 01:49 PM
Updated : 2 April 2017, 10:51 AM

শুক্রবার সকালে ক্র্যান্ডন পার্কের হার্ড কোর্টে যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসকে ৬-৪, ৭-৫ গেমে উড়িয়ে দেন দশম বাছাই কনটা।

শেষ চারের অন্য ম্যাচে দ্বাদশ বাছাই ওজনিয়াকি ৫-৭, ৬-১ ও ৬-১ গেমে হারান দ্বিতীয় বাছাই চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভাকে। গত মাসে কাতারের দোহায় ফাইনালে প্লিসকোভার কাছে হেরে গিয়েছিলেন সাবেক এক নম্বর তারকা ওজনিয়াকি।

চলতি বছর এটা কনটার দ্বিতীয় ফাইনাল। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১১ নম্বরে থাকা এই তারকা জানুয়ারিতে সিডনি ইন্টারন্যাশনাল শিরোপা জিতেছিলেন।

কনটা-ওজনিয়াকির মধ্যে চলতি বছর এটা দ্বিতীয় লড়াই হবে। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ডেনমার্কের এই খেলোয়াড়কে হারিয়েছিলেন কনটা।