ব্রাজিল নিয়ে উন্মাদনায় চিন্তিত উইলিয়ান!

সবার আগে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বের টিকেট পেলেও মাটিতে পা রাখছেন উইলিয়ান। ব্রাজিলের এই মিডফিল্ডার জানালেন, বিশ্বকাপ জিতে উদযাপন করাই তাদের মূল লক্ষ্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2017, 07:11 PM
Updated : 29 March 2017, 07:11 PM

২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জেতা ব্রাজিল গত তিন আসরে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া ব্রাজিল ২০১৪ সালে নিজেদের মাঠে সেমি-ফাইনালে জার্মানির কাছে উড়ে যায় ৭-১ ব্যবধানে।

তিতের অধীনে বদলে যাওয়া ব্রাজিলকে নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। উইলিয়ান এতে গা ভাসাতে চাইছেন না।

“আমরা যেভাবে খেলছি, সারা বিশ্ব তা দেখছে। লোকে বলাবলি করছে-চ্যাম্পিয়নরা ফিরেছে।”

“আমি মনে করি, আত্মবিশ্বাস নিয়ে খেলাটা আসলেই গুরুত্বপূর্ণ। কিন্তু বিনয়ী, বাস্তববাদী ও সতর্ক থাকাটা গুরুত্বপূর্ণ। কেননা, এখনও আমরা কিছুই জিতিনি। আমাদের সবচেয়ে বড় লক্ষ্য বিশ্বকাপ জেতা।”

রাশিয়াতে সাফল্যের চূড়ায় উঠে উদযাপন করতে চাওয়ার কথাও জানান চেলসির এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

“আমি মনে করি, মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে আমরা উদযাপন করতে পারি। আমরা রাশিয়া যাওয়ার টিকেট পেয়েছি। কিন্তু সবাই জানে, আমরা কোন উদযাপনটা সবচেয়ে বেশি করতে চাই।”