নেইমারে প্রতিপক্ষের মনোযোগে খুশি তিতে

নেইমারকে আটকাতে প্রতিপক্ষ দলগুলোর থাকে অতিরিক্ত নজর, বাড়তি পরিকল্পনা। দলে সেরা খেলোয়াড়ের প্রতি এমন মনোযোগকে স্বাগতই জানাচ্ছেন তিতে। ব্রাজিল কোচের মতে, এটা দলের অন্য খেলোয়াড়দের জন্য গোল করার সুযোগ তৈরি করে।   

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2017, 10:53 AM
Updated : 29 March 2017, 10:53 AM

বাংলাদেশ সময় বুধবার সকালে সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় অতিথি প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পায় ব্রাজিল। পরের ম্যাচে পেরুর মাঠে ২-১ গোলে হেরে যায় উরুগুয়ে। আর তাতেই পাঁচবার বিশ্বকাপ জয়ীদের নিশ্চিত হয়ে যায় আসন্ন রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার টিকেট।

প্যারাগুয়ের বিপক্ষে নেইমার একটি স্পট কিক কাজে লাগাতে ব্যর্থ হলেও একটি গোল করেন। বার্সেলোনা ফরোয়ার্ডকে ঠেকাতে বার বার ফাউল করে প্যারাগুয়ের খেলায়াড়রা।

ম্যাচ শেষে তিতে জানান, সতীর্থদের জন্য জায়গা করে দিতে ভূমিকা রাখছেন নেইমার। এতে দলীয় ক্ষমতা বাড়ছে।

“যদি বল নেইমারের কাছে আসে তারা (প্রতিপক্ষের খেলোয়াড়রা) তার দিকেই মনোযোগ দেয়। তখন অন্য পাস অরক্ষিত হয়ে যায়। কৌতিনিয়োও সুযোগ তৈরি করে। ওপরে ওঠে আসে ফাগনার, আসে পাওলিনিয়ো। আমরা নেইমারকে এক পাশে রাখি, তাকে বিচ্ছিন্ন থাকতে দেই এবং অন্যদের জন্য জায়গা তৈরি করি।”

“তারা যদি দুই জনের প্রতি নজর দেয়, তাহলে অন্য কোথাও খেলোয়াড়রা ফাঁকায় থাকবে।”

১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট পাওয়া ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে রাশিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।