ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ খেলা উইলিয়ান মনে করেন, নতুন কোচ বেছে নেওয়ার পর সঠিক পথের সন্ধান পাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
২০১৪ সালের সর্বশেষ দেখায় নেদারল্যান্ডসকে হারানো ইতালি মঙ্গলবার রাতে আমস্টার্ডাম অ্যারেনায় দশম মিনিটে পিছিয়ে পড়ে আত্মঘাতী গোলে। কুইন্সি প্রোমেসের শট আলেস্সিওর পায়ে লেগে দিক বদলে ঠিকানা খুঁজে পায়।
পরের মিনিটেই সমতায় ফেরে ইতালি। মার্কো ভেরাত্তির ফ্রি কিক হুইড হেড করার পর পেয়ে যান এদের; ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।
আরেক প্রীতি ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত সুইডেনের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল।
দাভিদ সিলভা ও জেরার্দ দেউলোফেউয়ের গোলে ফ্রান্সকে তাদের মাঠে হারিয়েছে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন।