হাজারতম ম্যাচে নাদালের জয়

দারুণ এক জয়ে ক্যারিয়ারে এক হাজারতম ট্যুর ম্যাচ স্মরণীয় করে রাখলেন রাফায়েল নাদাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 04:05 PM
Updated : 27 March 2017, 04:16 PM

রোববার মাইলফলক ছোঁয়া ম্যাচে মায়ামি ওপেনের তৃতীয় রাউন্ডে জার্মানির ফিলিপ কোলশ্রাইবারকে হারান স্পেনের এই টেনিস তারকা।

বিশ্ব র‌্যাংকিংয়ে ৩১তম স্থানে থাকা কোলশ্রাইবারকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে নাদালকে। ০-৬ গেমে প্রথম সেট হেরে বসেন। ২০০৮ সালের পর এই প্রথম কোনো এটিপি ট্যুর ম্যাচের প্রথম সেটে একটিও গেম জিততে ব্যর্থ হন তিনি।

ঘুরে দাঁড়িয়ে ০-৬, ৬-২ ও ৬-৩ গেমের জয় নিয়ে মাঠ ছাড়েন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়। ক্যারিয়ারে এটা তার ৮২২তম জয়।

১০০০ বা এর বেশি ম্যাচ খেলা ১১ জনের তালিকায় নাম লেখালেন নাদাল।

ম্যাচ শেষে ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল সাংবাদিকদের বলেন, "এক হাজার ম্যাচ অনেক। অবশ্যই এটা ভালো খবর। এর অর্থ আমি দীর্ঘদিন ধরে খেলছি।