শুরলে-মুলারে জয়রথে জার্মানি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2017 12:19 AM BdST Updated: 27 Mar 2017 12:19 AM BdST
দুর্দান্ত খেললেন আন্দ্রে শুরলে; জোড়া গোল করলেন ও টমাস মুলারকে দিয়ে একটি করালেন। গোল পেলেন মারিও গোমেজও। ফরোয়ার্ডদের নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইয়ে টানা পঞ্চম জয় পেল জার্মানি।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ইউরো অঞ্চলের বাছাইয়ে আজারবাইজানের মাঠে জার্মানির জয়টি ৪-১ ব্যবধানে। টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ইওয়াখিম লুভের দল।
স্যান ম্যারিনোকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া চেক রিপাবলিক ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ১৯তম মিনিটে এগিয়ে যায় জার্মানি। বাঁ-দিক থেকে ইয়োনাস হেক্টরের তিন ডিফেন্ডারের ফাঁক গলে বাড়ানো বল নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন শুরলে। ৩১তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালে শটে দলকে সমতায় ফেরান দিমিত্রিজ নাজারোভ।


দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে জার্মানি। ৮১তম মিনিটে হেক্টরের কর্নার থেকে লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন শুরলে।
এদিকে ওয়েম্বলিতে জার্মেইন ডেফো ও জেমি ভার্ডির গোলে লিথুয়ানিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে শীর্ষে আছে তারা।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে