ব্রাজিল দলে আলভেসের জায়গায় মারিয়ানো

প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ডিফেন্ডার দানি আলভেসের জায়গায় ব্রাজিল দলে ডাক পেয়েছেন মারিয়ানো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2017, 01:40 PM
Updated : 25 March 2017, 01:50 PM

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে উরুগুয়ের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় পরের ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না আলভেস।

স্পেনের ক্লাব সেভিয়ার রাইট-ব্যাক মারিয়ানো এবারের লা লিগায় এখন পর্যন্ত ৩৬টি ম্যাচ খেলেছেন। হোর্হে সামপাওলির দলের হয়ে দারুণ খেলা ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার শনিবার ব্রাজিল দলে যোগ দেবেন।

বাছাইপর্বে এই দুই ম্যাচের জন্য মারিয়ানোকে প্রাথমিক দলে রেখেছিলেন কোচ তিতে। জাতীয় দলের হয়ে এখনও অভিষেক হয়নি রক্ষণভাগের এই খেলোয়াড়ের।

বাংলাদেশ সময় বুধবার ভোরে সাও পাওলোতে অতিথি প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ২৩। ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০টি দেশের মধ্যে শীর্ষ চারটি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে খেলবে। পঞ্চম দলটিকে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের চ্যাম্পিয়নদের সঙ্গে।