৬ রাউন্ডের লড়াই ২ রাউন্ডেই শেষ করে দিলেন বাংলাদেশের বক্সার সুরো কৃষ্ণ চাকমা।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে আগামী শনিবার নিজেদের মাঠে ইসরায়েলের বিপক্ষে খেলবে স্পেন। ‘জি’ গ্রুপে শীর্ষে থাকা স্পেনকে পিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টেনে নিতে চান রামোস। দুজনের কথার লড়াইটা স্বাস্থ্যকর বলেও মনে করেন রিয়ালের এই ডিফেন্ডার।
তবে ক্লাব পর্যায়ে পরিস্থিতি আগের মতোই থাকবে বলেও জানান ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার।
“রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যের বিষয়গুলো এরকমই এবং এটার কোনো পরিবর্তন হবে না।”
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ গোল করেছেন রামোস। ক্যারিয়ারে প্রথম এক মৌসুমে গোলের সংখ্যায় দ্বিতীয় অঙ্কে পৌঁছানো এই ডিফেন্ডারের আশাই করেননি এতটা।
“আশা করিনি, আমি এত গোল করব। গোলদাতা হিসেবে ক্যারিয়ারে এটা আমার রেকর্ড কিন্তু এটা নিয়ে খুব বেশি ভাবি না। একজন ডিফেন্ডার হিসেবে আমি আরও বেশি ভাবছি গোল কম খাওয়া নিয়ে।”