নেপালে জয়রথে জিয়ারা

এশিয়ান জোনাল চেস চ্যাম্পিয়শিপে জয়ের ধারায় রয়েছেন বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল রাকিব।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2017, 07:29 PM
Updated : 20 March 2017, 07:29 PM

নেপালের কাঠমাণ্ডুতে প্রতিযোগিতার উন্মুক্ত বিভাগে দ্বিতীয় রাউন্ডে জিয়া ও রাকিবের পাশাপাশি জয় পেয়েছেন সৈয়দ মাহফুজুর রহমান ইমনও। তিন জনেরই পয়েন্ট সমান ২ করে। তবে টাইব্রেকিং পদ্ধতিতে যৌথভাবে শীর্ষে জিয়াও রাকিব। দ্বিথীয় স্থানে মাহফুজ।

সোমবার উন্মুক্ত বিভাগে কায়স্থ মদন কৃষ্ণাকে জিয়া, লামা হিমালকে রাকিব ও নেপালের রাজবান্দারী রিজেন্দ্রাকে মাহফুজ হারান।

গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, ফিদে মাস্টার তৈয়বুর রহমান ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগের পয়েন্ট সমান ১.৫। আর আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের পয়েন্ট ০.৫।

রাজীব নেপালের কেশব শ্রেষ্ঠার সাথে, নিয়াজ নেপালের হামাল মানিসের সঙ্গে ড্র করেন। এছাড়া বাংলাদেশের তৈয়বুর রহমান নেপালের বান্দারী কসিটিজের সঙ্গে ও পরাগ পানটা সুমিতের সঙ্গে ও আবু সুফিয়ান শাকিল নেপালের ফুয়েল আশিষের সঙ্গে ড্র করেন।

মহিলা বিভাগে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা, রানী হামিদ ও সামিহা শারমীনের পয়েন্ট সমান ২। তবে টাইব্রেকিং পদ্ধতিতে লিজা

শীর্ষে আছেন। আর রানী হামিদ ও শারমীন সিম্মী যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও মাহমুদা হক চৌধুরীর পয়েন্ট সমান ১।

মহিলা বিভাগে লিজা ইভাকে, সিম্মী শিরিনকে, রানী হামিদ শ্রীলংকার সাউমি জায়নাবকে এবং মলি নেপালের জোসি সিনদিরাকে হারান।