'বিস্ময়কর মেসি রেকর্ড ভাঙতেই থাকবে'

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় এবার নিজেরই একটি রেকর্ড বাড়ালেন লিওনেল মেসি। টানা অষ্টম মৌসুমে ৪০ বা তার বেশি গোল করলেন বার্সেলোনার এই তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2017, 12:21 PM
Updated : 20 March 2017, 12:21 PM

রোববার রাতে লা লিগায় দলকে জেতাতে জোড়া গোল করেন মেসি। বার্সেলোনার অন্য দুটি গোল করেন লুইস সুয়ারেস ও আন্দ্রে গোমেস।    

এবারের লিগে আর্জেন্টিনা অধিনায়কের গোল হলো ২৫টি। আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার মোট গোল ৪১।

প্রথম ২০০৯-১০ মৌসুমে ৪০ গোল করেছিলেন মেসি। এরপর থেকে প্রতিবারই কমপক্ষে এই সংখ্যক গোল করে আসছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের সেরা তারকার পারফরম্যান্স প্রসঙ্গে এনরিকের কাছে জানতে চাইলে তিনি এক শব্দে বলেন 'চমৎকার'।

"সে সব রেকর্ড ভেঙেছে এবং ভাঙতেই থাকবে। তার খেলা উপভোগ করতে পারাটা দারুণ।"

"তার অর্জন সবার ধরাছোঁয়ার বাইরে। মেসির রেকর্ড সে ছাড়া অন্য যে কারোর জন্য ছোঁয়া অসম্ভব। ভবিষ্যতে আমরা তাকে মিস করব।"

টানা ছয় মৌসুমে প্রতিবার কমপক্ষে ৪০ বা তার বেশি গোল করার কীর্তি আছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর।