সহজ জয় ম্যান ইউর
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2017 08:28 PM BdST Updated: 19 Mar 2017 08:28 PM BdST
প্রিমিয়ার লিগে তলানির দল মিডলসবরোর মাঠ থেকে সহজ জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩-১ গোলে জিতেছে জোসে মরিনিয়োর দল।
রোববার মিডলসবরোর মাঠে ২৯তম মিনিটে মারোয়ানি ফেলাইনির দারুণ হেডে এগিয়ে যায় ইউনাইটেড। বাঁ দিক থেকে অ্যাশলে ইয়ংয়ের বাড়ানো ক্রসে নিখুঁত হেডে ভিক্তর ভালদেসকে পরাস্ত করেন বেলজিয়ামের এই মিডফিল্ডার।
৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেসে লিনগার্ড। ২৫ গজ দূর থেকে জোরালো শটে বল জালে জড়ান ইংল্যান্ডের এই মিডফিল্ডার।


যোগ করা সময়ে ভালদেসের ভুলে স্বাগতিকদের হার নিশ্চিত হয়ে যায়। সতীর্থের ব্যাক পাস নাগালে পেয়েও বিপদমুক্ত করতে দেরি করেন স্পেনের এই গোলরক্ষক। শেষ মুহূর্তে শট নিতে গেলেও পিছলে পড়ে যান। ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করতে সমস্যা হয়নি আন্তোনিও ভালেন্সিয়ার।
এই জয়ের পর ২৭ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইউনাইটেড। ২৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৯তম মিডলসবরো।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- আবার বার্সা সভাপতি লাপোর্তা