ওয়েস্ট ব্রমউইচের মাঠে ফের হারল আর্সেনাল

গত মৌসুমের মতো এবারও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে অঘটনের শিকার হয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে অষ্টম স্থানে থেকে খেলতে নামা দলটির কাছে হেরে গেছে আর্সেন ভেঙ্গারের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2017, 02:37 PM
Updated : 18 March 2017, 02:47 PM

এবার আর্সেনালের হারের ব্যবধানও বেড়েছে। গতবার হার ছিল ২-১ গোলে; এবার ৩-১ এ।

লিগে এটি আর্সেনালের টানা দ্বিতীয় হার। আগের ম্যাচে লিভারপুলের কাছে হারা ভেঙ্গারের দলটি শেষ পাঁচ ম্যাচে চারটিতেই হারলো।

শনিবার নিজেদের মাঠে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় ওয়েস্ট ব্রমউইচ। বেলজিয়ামের মিডফিল্ডার নাসের চাদিলের কর্নারে অনেকটা লাফিয়ে উঠে ক্রেইগ ডসনের হেড ঠিকানা খুঁজে পায়।

স্বাগতিকদের আনন্দ টেকে মাত্র তিন মিনিট। গ্রানিত জাকার বাড়ানো বল ডি বক্সের ভেতরে বাঁ দিকে থাকা আলেক্সিস সানচেস বুক দিয়ে নামিয়ে ডান পায়ের মাপা শটে স্কোরলাইন ১-১ করেন। চলতি মৌসুমে চিলির এই ফরোয়ার্ডের গোল হলো ২২টি।

৩৮তম মিনিটে পেশির চোটে মাঠ ছাড়েন আর্সেনালের গোলরক্ষক পিওতর চেক; তার বদলি দাভিদ অস্পিনাকে নামান কোচ।

প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে অনেক এগিয়ে থাকলেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি আর্সেনাল। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সালোমন রনদনের দারুণ ক্রসে ক্রিস ব্রুন্টের হেড লক্ষে থাকেনি।

৫৫তম মিনিটে ফের এগিয়ে যায় ওয়েস্ট ব্রমইউচ। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের চিপ স্লাইড করে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক অসপিনা, ট্যাব করে বল জালে পৌঁছে দেন এক মিনিট আগেই বদলি নামা হ্যাল রবসন-ক্যানু।

থিও ওয়ালকটকে তুলে ৬৫তম মিনিটে অলিভিয়ে জিরুদকে নামান ভেঙ্গার। দুই মিনিট পর ড্যানি ওয়েলবেকের হেড বার কাঁপালে হতাশা বাড়ে আর্সেনালের।

৭৫তম মিনিটে অতিথিদের ম্যাচে ফেরার আশা অনেকটাই শেষ হয়ে যায়। এবার জেমস ম্যাকক্লিনের কর্নার থেকে উড়ে আসা বলে ডসনের হেড ঠিকানা খুঁজে পায়।

২৭ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগে পঞ্চম স্থানে রয়েছে আর্সেনাল। দুই ম্যাচ বেশি খেলা ওয়েস্ট ব্রমউইচ ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম।