বিশ্বকাপ বাছাইয়ে কস্তাকে পাচ্ছে না ব্রাজিল

চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েছেন ব্রাজিলের উইঙ্গার দগলাস কস্তা। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না বায়ার্ন মিউনিখের এই খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 04:16 PM
Updated : 17 March 2017, 04:16 PM

শুক্রবার ক্লাবের অনুশীলনে বাঁ-হাঁটুতে চোট পান চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত গোল করা কস্তা। ফলে জাতীয় দলেও এখন আর যোগ দেবেন না তিনি। সেরে উঠতে ক্লাবেই থাকবেন।

চোটের কারণে এর আগেও চারটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারেননি তিনি। ছিলেন না গত বছর হওয়া কোপা আমেরিকার শতবর্ষী আসরেও।

উরুগুয়ের রাজধানী মন্তেভিদিওতে আগামী ২৩ মার্চ স্বাগতিকদের বিপক্ষে খেলবে ব্রাজিল। আর ২৮ মার্চ সাও পাওলোয় প্যারাগুয়ের বিপক্ষে লড়বে নেইমাররা।

১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ২৩। ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে একুয়েডর। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চিলি। গত বিশ্বকাপের রানার্স-আপ আর্জেন্টিনা ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম।