জর্ডান, তাজিকিস্তানের গ্রুপে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ‘ই’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে জর্ডান, তাজিকিস্তান ও ফিলিস্তিন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 01:06 PM
Updated : 17 March 2017, 01:06 PM

মালয়েশিয়ার কুয়ালা লামপুরে শুক্রবার ড্র অনুষ্ঠিত হয়। দশ গ্রুপে ভাগ হয়ে বাছাইয়ে অংশ নিচ্ছে মোট ৪০টি দল। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ পাবে ২০১৮ সালে চীনে হতে যাওয়া মূল পর্বের টিকেট।

বাছাই পর্বের খেলাগুলো হবে কিরগিজস্তান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন, মিয়ানমার, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও চীনের ভেন্যুতে।

স্বাগতিক হিসেবে চীন মূল পর্বে খেলার টিকেট পেলেও বাছাইয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। ‘জে’ গ্রুপে তাদের সঙ্গে আছে জাপান, কম্বোডিয়া ও ফিলিপিন্স। চীন গ্রুপসেরা বা সেরা পাঁচ রানার্সআপের মধ্যে থাকলে ১০ গ্রুপের মধ্যে ষষ্ঠ রানার্সআপ দলটি পাবে মূল পর্বের টিকেট।