রিয়ালের প্রতিপক্ষ বায়ার্ন, বার্সা মুখোমুখি ইউভেন্তুসের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তুলনামুলক কঠিন প্রতিপক্ষ পেয়েছে স্পেনের বড় দুই ক্লাব। ইউভেন্তুসের সঙ্গে খেলবে শেষ ষোলোতে পিএসজির বিপক্ষে ইতিহাস গড়া বার্সেলোনা। আর টানা চারবারের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 11:19 AM
Updated : 17 March 2017, 12:23 PM

শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়।

২০১৪-১৫ মৌসুমের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে স্বপ্ন ভেঙেছিল দুবারের চ্যাম্পিয়ন ইউভেন্তুসের। বিজয়ীদের গোল তিনটি করেছিলেন ইভান রাকিতিচ, লুইস সুয়ারেস ও নেইমার।

প্রতিশোধের লক্ষ্যে এবার কোয়ার্টার-ফাইনালেই পাঁচবারের ইউরোপ সেরা কাতালান ক্লাবটির মুখোমুখি হতে চেয়েছিলেন ইউভেন্তুস ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি।

চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১১ বারের শিরোপা জয়ী রিয়াল ও পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৩-১৪ আসরের সেমি-ফাইনালে। সেবার দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে জার্মান ক্লাবটিকে উড়িয়ে দিয়েছিল প্রতিযোগিতার সফলতম ক্লাবটি।

ঘরের মাঠে ১-০ গোলে জেতার পর প্রতিপক্ষের মাঠে ৪-০ ব্যবধানে জিতেছিল রিয়াল। কার্লো আনচেলত্তির অধীনে সেবারই চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা জেতে মাদ্রিদের ক্লাবটি। ইতালির এই কোচের অধীনেই এবার ট্রেবল জয়ের স্বপ্ন দেখছে বায়ার্ন।

গতবারের রানার্সআপ আতলেতিকো মাদ্রিদ খেলবে এবারই প্রথমবারের মতো ইউরোপ সেরার মঞ্চে উঠে আসা লেস্টার সিটির বিপক্ষে।

শেষ আটের অন্য ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্সের দল মোনাকো ও ২০১২-১৩ মৌসুমের রানার্সআপ জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড।

কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ হবে ১১ ও ১২ এপ্রিল। ফিরতি লেগ মাঠে গড়াবে ১৮ ও ১৯ এপ্রিল।

আসরের ফাইনাল হবে ৩ জুন, ওয়েলসের কার্ডিফে।