ইউরোপা লিগের শেষ আটে ম্যান ইউ
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2017 01:01 PM BdST Updated: 17 Mar 2017 01:01 PM BdST
নিজেদের মাঠে পাওয়া কষ্টের জয়ে ইউরোপা লিগের সেরা আটে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে হুয়ান মাতার একমাত্র গোলে রাশিয়ার দল এফসি রোস্তভকে হারায় ইউনাইটেড। রাশিয়ার দল রোস্তভের মাঠে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
নিজেদের মাঠে গোল পেতে ৭০ মিনিট অপেক্ষা করতে হয় ইউনাইটেডকে। জ্লাতান ইব্রাহিমোভিচের ফ্লিকে মাতার নিখুঁত প্লেসিং ঠিকানা খুঁজে পেলে সে অপেক্ষা ফুরায়। শেষ পর্যন্ত এই গোলেই দুই লেগ মিলিয়ে ২-১ অগ্রগামিতায় সেরা আটে ওঠে জোসে মরিনিয়োর দল।
ইউরোপিয় প্রতিযোগিতায় ২০১১ সালে অগাস্টের পর এ নিয়ে সতীর্থদের দিয়ে ১৭ গোল করালেন ইব্রাহিমোভিচ। এই সময়ের হিসেবে তার আগে আছেন কেবল রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো (২০টি)।
ইউরোপা লিগের সেরা আটে উঠেছে বেসিকতাস, সেল্তা ভিগো, আয়াক্স, শালকে, লিও এবং আন্ডারলেখট।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- আবার বার্সা সভাপতি লাপোর্তা