ইউরোপা লিগের শেষ আটে ম্যান ইউ

নিজেদের মাঠে পাওয়া কষ্টের জয়ে ইউরোপা লিগের সেরা আটে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 07:01 AM
Updated : 17 March 2017, 07:01 AM

বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে হুয়ান মাতার একমাত্র গোলে রাশিয়ার দল এফসি রোস্তভকে হারায় ইউনাইটেড। রাশিয়ার দল রোস্তভের মাঠে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

নিজেদের মাঠে গোল পেতে ৭০ মিনিট অপেক্ষা করতে হয় ইউনাইটেডকে। জ্লাতান ইব্রাহিমোভিচের ফ্লিকে মাতার নিখুঁত প্লেসিং ঠিকানা খুঁজে পেলে সে অপেক্ষা ফুরায়। শেষ পর্যন্ত এই গোলেই দুই লেগ মিলিয়ে ২-১ অগ্রগামিতায় সেরা আটে ওঠে জোসে মরিনিয়োর দল।

ইউরোপিয় প্রতিযোগিতায় ২০১১ সালে অগাস্টের পর এ নিয়ে সতীর্থদের দিয়ে ১৭ গোল করালেন ইব্রাহিমোভিচ। এই সময়ের হিসেবে তার আগে আছেন কেবল রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো (২০টি)।

ইউরোপা লিগের সেরা আটে উঠেছে বেসিকতাস, সেল্তা ভিগো, আয়াক্স, শালকে, লিও এবং আন্ডারলেখট।