লিগে বিদেশি ফুটবলারের কোটা কমল

ঘরোয়া ফুটবলে বিদেশি ফুটবলারদের কোটা কমছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি দল সর্বোচ্চ তিন জন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে; খেলাতে পারবে সর্বোচ্চ দুই জন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2017, 02:40 PM
Updated : 16 March 2017, 02:40 PM

গত লিগেও প্রতিটি দল সর্বোচ্চ চার বিদেশি ফুটবলার নিবন্ধন করাতে পেরেছে; খেলাতে পেরেছে তিন জন করে। স্থানীয় ফুটবলারদের সুযোগ বাড়াতে বৃহস্পতিবার নির্বাহী কমিটির সভায় নতুন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্লাবগুলোর বিনিয়োগের বিষয়টিও মাথায় রেখেছেন তারা।

“ক্লাবগুলোর বিনিয়োগের বিষয়টি মাথায় রেখে কমিটি সিদ্ধান্ত নিয়েছে, (মাঠ) বিদেশি খেলোয়াড়ের বদলি হিসেবে আরেকজন বিদেশিকে খেলাতে পারবে দলগুলো।”

নির্বাহী কমিটির সভায় চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, রানার্সআপ সাইফ স্পোর্টিং ক্লাব ও নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবসহ ১৩ দল নিয়ে আগামী লিগ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া চ্যাম্পিয়নশিপ লিগের দল আট থেকে ১০টি করার চেষ্টা হচ্ছে বলে জানান মুর্শেদী।