‘হ্যান্ড অব গড’ গোলের চেষ্টায় ব্যর্থ মারাদোনা

১৯৮৬ বিশ্বকাপে ইংলিশ সমর্থকদের মন ভেঙে দেওয়া সেই ‘হ্যান্ড অব গড’ গোলের চেষ্টা আবারও করেছিলেন দিয়েগো মারাদোনা। তবে এবার আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলারের প্রচেষ্টা সফল হয়নি। পেয়েছেন প্রাপ্য শাস্তিও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2017, 10:26 AM
Updated : 16 March 2017, 10:26 AM

২০১৭ সালে দক্ষিণ কোরিয়ায় হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন আর্জেন্টিনার সাবেক দুই তারকা মারাদোনা ও পাবলো আইমার।
গত সোমবার ওই ড্রয়ের আগে দুই তারকা দুই দলে ভাগ হয়ে একটি প্রীতি ফাইভ-এ-সাইড ম্যাচ খেলেন। ওখানেই এক পর্যায়ে হাত দিয়ে বল গোলে ঢোকানোর চেষ্টা করেন এবারের টুর্নামেন্টের দূত মারাদোনা। এবার ব্যর্থ তো হয়েছেনই, রেফারির চোখকেও ফাঁকি দিতে পারেননি। ফলে মিলেছে হলুদ কার্ড।

আগামী ২০ মে শুরু হতে যাওয়া এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। তাদের গ্রুপের অন্য তিন দল হলো ইংল্যান্ড, স্বাগতিক দক্ষিণ কোরিয়া ও গিনি। মোট ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে।