মেসিকে ছাড়া ‘সাদামাটা’ আর্জেন্টিনা

লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে সাদামাটা একটি দল বলে মনে করেন দেশটির সাবেক খেলোয়াড় হুয়ান রোমান রিকুয়েমে। আর্জেন্টিনার এই সাবেক খেলোয়াড়ের মতে, ক্রিস্তিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদও একই রকম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 06:32 AM
Updated : 14 March 2017, 09:47 AM

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে এ মুহূর্তে আর্জেন্টিনা পঞ্চম স্থানে আছে। বাছাইয়ে ১২ ম্যাচের মধ্যে মেসি খেলেছিলেন মাত্র পাঁচ ম্যাচ। দেশের হয়ে ৫১ ম্যাচ খেলা রিকুয়েমে এ দিকেই দৃষ্টি দিয়ে কথাগুলো চ্যালেন থারটিনকে বলেছেন।

“মেসিকে ছাড়া আর্জেন্টিনা সাদামাটা একটা দল এবং অবশ্যই এটা এ কারণে যে, সে বিশ্বসেরা খেলোয়াড়।”

“ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া রিয়াল মাদ্রিদ খেললে একই ঘটনা ঘটত।”

লা লিগার চলতি মৌসুমে ১৯ গোল করেছেন রোনালদো; মেসির চেয়ে চার গোল কম। তবে লিগে মেসির বার্সেলোনাকে পেছনে ফেলে শীর্ষে রয়েছে রিয়াল।