‘পেলেকেও ছাড়িয়ে যাবে নেইমার’

ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুর বিশ্বাস, উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে পারলে নেইমার একদিন কিংবদন্তি পেলেকেও ছাড়িয়ে যাবে; ব্রাজিলের হয়ে গড়বে সর্বোচ্চ গোলের রেকর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 06:07 AM
Updated : 14 March 2017, 10:10 AM

শেষ পর্যন্ত নেইমার পারবেন কিনা, তা সময়ই বলে দেবে। তবে এরই মধ্যে জাতীয় দলের হয়ে ৫০ গোল করেছেন বার্সেলোনার ফরোয়ার্ড। তার সামনে আছেন কেবল পেলে, রোনালদো ও রোমারিও।

৭৭ গোল নিয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনটি বিশ্বকাপ জয়ী দলের সদস্য পেলে।

২০০২ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুর মনে হচ্ছে, সর্বোচ্চ গোলের চূড়ায় পৌঁছানোর মতো মান ও সময় আছে নেইমারের।

“সব রেকর্ড হয়ই ভাঙার জন্য। অবশ্যই নেইমারের (রেকর্ড ভাঙার) সে সুযোগ আছে। সে তরুণ এবং তার হাতে সময়ও আছে। এখন যেভাবে সে খেলছে, সেভাবে যদি চালিয়ে যেতে পারে, তাহলে পেলেকে ছাড়িয়ে যাওয়ার সব সম্ভাবনাই তার আছে।”

ব্রাজিলকে অধরা অলিম্পিকের সোনা এনে দিয়েছেন নেইমার। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে গত পাঁচ ম্যাচে চার গোল করেছেন এই ফরোয়ার্ড। 

দারুণ এক রেকর্ড আছে কাফুরও। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ ১৪২ ম্যাচ খেলেছেন এই সাবেক ডিফেন্ডার। ফিফার সঙ্গে আলাপচারিতায় কাফু অবশ্য জানিয়েছেন, তার রেকর্ডটা ভাঙার নয়।

“এটা বোঝাই যায়, কেননা, কেউই ব্রাজিলের হয়ে আমার মতো এত লম্বা সময় খেলেনি-১৬ বছর!”