বার্সেলোনা আগের চেয়ে বিপজ্জনক নয়: জিদান

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লে কি হবে, বার্সেলোনাকে আগের চেয়ে বেশি বিপজ্জনক বলে মনে করেন না চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। পিএসজির বিপক্ষে বার্সেলোনার পারফরম্যান্সের প্রভাবও লা লিগার শিরোপা দৌড়ে পড়বে না বলে বিশ্বাস ফরাসি এই কোচের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 08:29 AM
Updated : 12 March 2017, 09:46 AM

রোববার লা লিগার ম্যাচ খেলতে দেপোর্তিভো লা করুনার মাঠে যাবে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা। নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে জিদানের দল। ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল অবশ্য বার্সেলোনার (২৬টি) চেয়ে এক ম্যাচ কম খেলেছে।

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে ৬-১ গোল হারিয়ে শেষ আটে উঠে প্রথম লেগে ৪-০ গোলে হারা বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে প্রথম লেগের চার গোলের ঘাটতি পুষিয়ে নেওয়ার এটাই প্রথম ঘটনা। তবে জিদানের দাবি, বার্সেলোনার এই পারফরম্যান্সে লা লিগায় কিছু যায় আসবে না।

“আমি মনে করি না, তারা আগের চেয়ে আরও বিপজ্জনক বা সর্বশেষবার আমরা কথা বলার পর কিছু বদলেছে।”

২০১১-১২ মৌসুমের পর লা লিগার শিরোপার স্বাদ পায়নি রিয়াল। জিদানের মনোযোগ এখন লিগের মুকুট পুনরুদ্ধারে।

“সপ্তাহের মাঝামাঝি কি হয়েছে, সেটা নিয়ে কথা বলতে এখানে আসিনি। আমরা কয়েক বছর লা লিগার শিরোপা জিততে পারিনি, হয়ত পাঁচ বা ছয় বছর। আমরা এই শিরোপা জিততে চাই এবং তা জয়ের জন্য সত্যিই ভীষণ অনুপ্রাণিত।”