আশাবাদী আবাহনী কোচও

দল ছেড়ে চলে যাওয়া লি অ্যান্ড্রু টাক ও সানডে চিজোবাকে ছাড়াই এএফসি কাপের গ্রুপ পর্ব পেরুনোর ব্যাপারে আশাবাদ জানিয়েছিলেন সত্যজিৎ দাস রুপু। টিম ম্যানেজারের সঙ্গে এবার সুর মেলালেন কোচ দ্রাগো মামিচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2017, 04:06 PM
Updated : 10 March 2017, 04:07 PM

আগামী ১৪ মার্চ মালদ্বীপের দল মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে প্রথম লেগের ম্যাচটি। বঙ্গবন্ধু স্টেডিয়ামেই শুক্রবার অনুশীলন করতে এসে বর্তমান দলের ওপর আস্থা থাকার কথা জানান মামিচ।

“যারা দল ছেড়ে চলে গেছে, তাদের নিয়ে কিছু বলার নেই। যারা আছে, তাদের নিয়েই এগুতে হবে। আমি বর্তমান দল নিয়ে এএফসি কাপে ভালো করতে আশাবাদী।”

“বর্তমানে যারা দলে আছে, তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। আশা করছি, ভালো ফল হবে।”

এএফসি কাপের ‘ই’ গ্রুপে আবাহনী ও মাজিয়ার সঙ্গে আছে ভারতের দুই দল জেএসডব্লিউ ব্যাঙ্গালুরু ও মোহনবাগান।