বার্সেলোনার প্রশংসায় গুয়ার্দিওলা

সব হিসেব উল্টে চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে ওঠা বার্সেলোনার প্রশংসায় পঞ্চমুখ ফুটবল বিশ্বের প্রায় সবাই। তাতে সুর মেলালেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলাও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2017, 02:26 PM
Updated : 9 March 2017, 03:06 PM

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুধবার রাতে কাম্প নউতে পিএসজিকে ৬-১ গোলে হারায় বার্সেলোনা। প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরেছিল তারা।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে নকআউট পর্বের প্রথম লেগের চার গোলের ঘাটতি পুষিয়ে পরের রাউন্ডে উঠার কীর্তি গড়ে লুইস এনরিকের দল। বার্সেলোনার কোচ হিসেবে ‍দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা গুয়ার্দিওলা সাবেক দলের প্রশংসায় মাতেন।

“বার্সেলোনাকে আমি অভিনন্দন জানাতে চাই; আজ রাতে চমৎকার একটা ফল পেয়েছে তারা।”

চলতি মৌসুম শেষে বার্সেলোনাকে বিদায় বলবেন কোচ এনরিকে। স্টোক সিটির সঙ্গে ম্যানচেস্টার সিটির গোলশূন্য ড্র ম্যাচের পর গুয়ার্দিওলা জানান, হাতে সময় পেলে বার্সেলোনা-পিএসজি ম্যাচটি আবারও দেখবেন।

“এটা দুর্দান্ত এবং আমি এটা লুইস এনরিকে ও এই প্রজন্মের খেলোয়াড়, যারা অনেক ভালো কিছু করেছে, তাদের জন্য উদযাপন করছি।”