মিশরের কাছে হেরে সেমির আশা শেষ জিমিদের

শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত মিশরের গতি আর দক্ষতার সঙ্গে পেরে ওঠেননি জিমিরা। ৫-১ গোলের হারে ওয়ার্ল্ড হকির লিগের রাউন্ড টুয়ের সেমি-ফাইনালের আগে থেমেছে বাংলাদেশও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2017, 11:58 AM
Updated : 9 March 2017, 12:58 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পায় র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (৩২তম) চেয়ে অনেক এগিয়ে থাকা মিশর (২০তম)। প্রথম পেনাল্টি কর্নার (পিসি) কাজে লাগান মাহমুদ মামদো। এরপর ইমরান হাসান পিন্টু ও গোলরক্ষক জাহিদ হোসেনের মাঝ দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন সাইদ আমির।

১৯তম মিনিটে ম্যাচে ফেরে বাংলাদেশ। মিলন হোসেনের বাড়ানো বল আলতো টোকায় নামিয়ে নিখুঁত হিটে লক্ষ্যভেদ করেন মইনুল ইসলাম কৌশিক। একটু পর মিলনের রিভার্স হিট গোলরক্ষক আটকালে সমতায় ফেরার অপেক্ষা বাড়ে বাংলাদেশের।

২৯তম মিনিটে বাংলাদেশকে আরও পেছনে ঠেলে দেয় মিশর; রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে জাহিদ হোসেনকে পরাস্ত করেন গামাল আহমেদ।

চার মিনিট পর ম্যাচে প্রথম পিসি পায় বাংলাদেশ কিন্তু প্রথমটির মতো ফিরতি পিসিও নষ্ট করেন মামুনুর রহমান চয়ন। একটু পর আশরাফের বাড়ানো বলে রোমান সরকারের হিটও ঠিকানা খুঁজে পায়নি। ৪১তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন রোমান।

দুই মিনিট পর তৃতীয় পিসি পায় বাংলাদেশ। কিন্তু মিলনের পুশে সারোয়ার হোসেন স্টপ করার পর আশরাফুলের হিটে মেলেনি কাঙ্ক্ষিত গোল। ৪৮তম মিনিটে সাইদ আমির ও শেষ দিকে মোহামেদ হাসানের ফিল্ড গোলে বাংলাদেশের সেমি-ফাইনালে খেলার আশা শেষ হয়ে যায়। 

পুল ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরে আসা বাংলাদেশ ফিজির বিপক্ষে আক্রমণাত্মক খেলে জিতেছিল ৫-১ ব্যবধানে। এরপর ওমানের কাছে ৩-২ ব্যবধানে হারে জিমিরা।