সবটুকু দিয়ে ঝুঁকি নিয়েছিলাম: এনরিকে

অবিশ্বাস্য এক জয়ে পিএসজিকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পর লুইস এনরিকে জানালেন ঝুঁকি নেওয়ার প্রতিদান পাওয়ার তৃপ্তি। শিষ্যদের প্রশংসায়ও পঞ্চমুখ হয়েছেন বার্সেলোনার এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2017, 00:21 AM
Updated : 9 March 2017, 03:52 PM

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুধবার রাতে কাম্প নউতে পিএসজিকে ৬-১ গোলে হারায় বার্সেলোনা। প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরেছিল তারা। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম লেগের চার গোলের ঘাটতি পুষিয়ে পরের রাউন্ডে উঠার কীর্তি গড়ল বার্সেলোনা।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় এনরিকেও জানালেন তৃপ্তির কথা, মৌসুম শেষে যিনি বার্সেলোনাকে বিদায় বলবেন।

“আমরা সবকিছু দিয়ে ঝুঁকি নিয়েছিলাম এবং তার প্রতিদানও পেয়েছি। ফুটবলে এমন ম্যাচ আপনি খুব কমই পাবেন এবং এবার আমাদের পালা ছিল।”

পিএসজির মাঠে বড় ব্যবধানে হারের পর সমালোচকদের তোপের মুখে পড়েছিলেন এনরিকে। তাদের পাল্টা জবাব না দিলেও দুঃসময়ে পাশে থাকা মানুষদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

“৪-০ গোলে হারের পর যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছিল, তাদেরকে ধন্যবাদ। এই জয় তাদের জন্য উৎসর্গ করছি; কেননা বার্সেলোনা হার্লেম গ্লোবট্রটার্স নয় (প্রদর্শনী ম্যাচ খেলে বেড়ানো বাস্কেটবল দল), এটাই ফুটবল।”

“আমি মনে করি না, কেউ বিশ্বাস হারিয়ে ফেলেছিল। গোল হওয়ার পরও ছেলেদের লেগে থাকা দেখাটা..দল ছিল অবিশ্বাস্য।”