বার্সেলোনা হারলে স্বস্তিতে ঘুমাবো: রিয়াল অধিনায়ক

পিএসজির মাঠে বার্সেলোনা বিধ্বস্ত হওয়ায় দারুণ খুশি হয়েছিলেন সের্হিও রামোস। চিরপ্রতিদ্বন্দ্বীদের অশুভ কামনায় এবার রিয়াল মাদ্রিদ অধিনায়ক জানালেন, টুর্নামেন্ট থেকে মেসি-নেইমাররা ছিটকে পড়লে 'স্বস্তিতে ঘুমাবেন' তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 10:47 AM
Updated : 8 March 2017, 10:55 AM

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার অবস্থা মোটেও ভালো নয়। পিএসজির মাঠে প্রথম লেগে ৪-০ গোলে ভরাডুবি হওয়ায় ছিটকে পড়ার দ্বারপ্রান্তে লুইস এনরিকের দল।

প্রতিযোগিতায় টিকে থাকতে ফিরতি লেগে ইতিহাস গড়ে জিততে হবে তাদের। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এর আগে নকআউট পর্বে প্রথম লেগের চার গোলের ঘাটতি দ্বিতীয় লেগে কেউ পুষিয়ে নিতে পারেনি।

কাম্প নউয়ে বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে ২টায় ফিরতি লেগের লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা।

মঙ্গলবার নাপোলির মাঠে ৩-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা।

দলকে শেষ আটে তুলতে এক গোল করা ও আরেকটিতে অবদান রাখা রামোস কাতালান ক্লাবটির বিদায় কামনা করে বলেন, "বার্সেলোনা হারলে আমি অনেক খুশি হবো। আমি স্বস্তিতে ঘুমাবো।"