শিষ্যদের মাটিতে পা রাখার পরামর্শ চেলসি কোচের

মৌসুমের এখনও অনেকটা পথ বাকি থাকলেও লিগ টেবিলে চেলসি অনেকটাই ধরাছোঁয়ার বাইরে চলে গেছে বলে ধারণা অনেকের। তবে আত্মতুষ্টিতে ভুগে কোনোরকম ভুল করতে রাজি নন আন্তোনিও কন্তে। শিষ্যদের তাই মাটিতে পা রাখার পরামর্শই দিলেন দলটির কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2017, 10:14 AM
Updated : 7 March 2017, 10:14 AM

"স্বপ্ন দেখা ভালো, কিন্তু মাটিতে আমাদের পা রাখা গুরুত্বপূর্ণ।"

সোমবার লন্ডন স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট হ্যামকে ২-১ গোলে হারায় চেলসি। এই জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে 'ব্লুজ' নামে পরিচিত দলটি।

ম্যাচটি চলাকালে গ্যালারিতে চেলসি সমর্থকদের "আমরা লিগ জিততে যাচ্ছি" গানে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায। কিন্তু শিরোপা জয় নিয়ে এখনও সতর্ক কন্তে, "আমাদের অবশ্যই আরও ২৬টি পয়েন্ট নেওয়ার চিন্তা করতে হবে। ধাপে ধাপে এগুতে হবে।"

আরও ২৬ পয়েন্ট পেলে চেলসির পয়েন্ট হবে ৯২। সেক্ষেত্রে বাকি সবগুলো ম্যাচে জয় পেলেও টটেনহ্যামের পয়েন্ট হবে ৮৯।

এবারের মৌসুমেই ইংলিশ লিগে নাম লেখানো ইতালির কোচ কন্তে বলেন, "অবশ্যই আমাদের চিন্তা করতে হবে, এখন থেকে শেষ পর্যন্ত প্রত্যেক প্রতিপক্ষ আমাদের হারাতে চাইবে।"

২৭ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট এখন ৬৬। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের পয়েন্ট ৫৬। এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ম্যানচেস্টার সিটি।