লিভারপুলের মাঠেও হারল আর্সেনাল

প্রতিশোধের নেশায় মাঠে নামলেও লক্ষ্য পূরণ হয়নি আর্সেনালের। রবের্ত ফিরমিনো ও সাদিও মানের নৈপুণ্যে আর্সেন ভেঙ্গারের দলকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2017, 07:45 PM
Updated : 4 March 2017, 07:46 PM

লিভারপুলের কাছে নিজেদের মাঠে ৪-৩ গোলে হেরেই এবারের প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল আর্সেনালের।

অ্যানফিল্ডেও ম্যাচের নবম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ডান দিক থেকে সাদিও মানের রক্ষণচেরা পাস ছয় গজ বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে বল জালে জড়ান ব্রাজিলের মিডফিল্ডার রবের্ত ফিরমিনো।   

আর ৪০তম মিনিটে ওই দুই জনের নৈপুণ্যেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বাঁ-দিক থেকে ফিরমিনোর পাস ধরে ডান পায়ের নীচু জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন সেনেগালের ফরোয়ার্ড মানে।

দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে ড্যানি ওয়েলবেক ব্যবধান কমালে ম্যাচে ফেরে আর্সেনাল। পাল্টা আক্রমণে আলেক্সিস সানচেসের বাড়ানো বল ডি বক্সে ধরে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ ফরোয়ার্ড।

তবে যোগ করা সময়ে জর্জিনিয়ো ভিনালডাম ব্যবধান আরও বাড়ালে আর্সেনালের হার নিশ্চিত হয়ে যায়।         

এই জয়ে ২৭ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে চতুর্থ স্থানে ম্যানচেস্টার সিটি। তবে দুই ম্যাচ কম খেলেছে পেপ গুয়ার্দিওলার দল। ২৬ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫০।

২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার।

আরেক ম্যাচে ঘরের মাঠে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্যাফোর্ডে রেড ডেভিলদের ১-১ গোলে রুখে দিয়েছে বোর্নমাউথ। ২৬ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে জোসে মরিনিয়োর দল।

ক্রেইগ শেকস্পিয়ারের অধীনে টানা দ্বিতীয় জয় পেয়েছে লেস্টার সিটি। হাল সিটিকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ২৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানেই আছে দলটি।