ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউয়ের হোঁচট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2017 08:54 PM BdST Updated: 04 Mar 2017 08:54 PM BdST
প্রিমিয়ার লিগে ফের হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১০ জনের দল বোর্নমাউথকে হারাতে পারেনি জোসে মরিনিয়োর দল।
শনিবার স্থানীয় সময় দুপুরে চতুর্দশ স্থানে থেকে খেলতে নামা বোর্নমাউথের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গত সপ্তাহে লিগ কাপ জেতা ইউনাইটেড।
লিগে টানা তিন ম্যাচে ড্র করার পর গত দুই রাউন্ডে লেস্টার সিটি ও ওয়াটফোর্ডকে হারিয়েছিল প্রতিযোগিতার সফলতম দলটি।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো ইউনাইটেড। কিন্তু গোলমুখ থেকে রুনির হেড ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়। পরের ১৫ মিনিটে আরও তিনটি সহজ সুযোগ নষ্ট করে তারা।
স্বাগতিকদের গোলের অপেক্ষা শেষ হয় ২৩তম মিনিটে। বাঁ-দিক থেকে একুয়েডরের মিডফিল্ডার আন্তোনিও ভালেন্সিয়ার জোরালো নীচু শট ডি-বক্সের মধ্যে মার্কোস রোহোর পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
বিরতির আগেই সমতায় ফেরে অতিথিরা। ৪০তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন জোসুয়া কিং। ইউনাইটেডের ডিফেন্ডার ফিল জোনস নিজেদের বক্সে মার্ক পিউগকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।


এক জন কম নিয়েও দ্বিতীয়ার্ধে দারুণ লড়াই করে ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটিকে জয়বঞ্চিত করে বোর্নমাউথ।
৭২তম মিনিটে জয়সূচক গোল পেতে পারতো ইউনাইটেড। ইংলিশ মিডফিল্ডার অ্যাডাম স্মিথ নিজেদের ডি-বক্সে হাত দিয়ে বল ঠেকালে পেনাল্টি পায় দলটি। কিন্তু স্পটকিকে বল জালে পাঠাতে ব্যর্থ হন ছন্দে থাকা সুইডেনের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ।
এই ড্রয়ের পর ইউনাইটেডের পয়েন্ট হলো ২৬ ম্যাচে ৪৯। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৬৩।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
- পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড