এনরিকের সিদ্ধান্তে বিস্মিত সুয়ারেস

চলতি মৌসুম শেষে লুইস এনরিকের বার্সেলোনার ছাড়ার ঘোষণায় বিস্মিত লুইস সুয়ারেস। তবে কোচের এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2017, 12:26 PM
Updated : 3 March 2017, 12:26 PM

বুধবার স্পোর্তিং গিহনের বিপক্ষে বার্সেলোনার ৬-১ গোলের বিশাল জয়ের পর অবাক করা ঘোষণাটি দেন এনরিকে। জানান, জুনে চুক্তি শেষ হওয়ার পর সরে দাঁড়াবেন তিনি। বার্সেলোনার অনেক খেলোয়ারদের মতো এনরিকের এই ঘোষণায় অবাক সুয়ারেসও।

“সত্যি বলতে, তিনি আমাদের খানিকটা বিস্মিত করেছেন, আমরা এটা প্রত্যাশা করিনি। কিন্তু এটা এমন একটি সিদ্ধান্ত যেটা বুঝতে হবে এবং মেনে নিতে হবে।”

 ২০১৪ সালে জেরার্দো মার্তিনোর স্থলাভিষিক্ত ৪৬ বছর বয়সী এনরিকে প্রথম দুই মৌসুমে বার্সেলোনাকে ৮টি শিরোপা জিতিয়েছেন। এবারের মৌসুমেও লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে লড়াই করছে তার দল। হঠাৎ করে কাম্প নউ ছাড়ার কারণ হিসেবে এনরিকে জানিয়েছেন, বিশ্রাম নিতে চান তিনি।

কোচের সিদ্ধান্তে সম্মান জানিয়ে সুয়ারেস বলেন, “তার যুক্তি গ্রহণযোগ্য। কারণ, কোচের দায়িত্ব খুবই কঠিন। এখানে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয়। তিনি একজন অভিভাবক এবং তিনি তার কাজটা উপভোগ করতে চান।”