লড়াই করে যাবে রিয়াল: জিদান

লাস পালমাসের সঙ্গে ড্র করে রিয়াল মাদ্রিদ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে টেবিলের শীর্ষস্থান হারালেও লা লিগার শিরোপা জয় নিয়ে আশাবাদী জিনেদিন জিদান। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2017, 10:40 AM
Updated : 2 March 2017, 10:40 AM

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে বুধবার পালমাসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে রিয়াল। এর আগের ম্যাচে স্পোর্তিং গিহনকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে উঠেছিল বার্সেলোনা।

২৫ ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট এখন ৫৭। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৫৬। ম্যাচ শেষে জিদান বলেন, “আমরা লড়াই করবো। আমি আগেই বলেছি, শেষ পর্যন্ত এটা কঠিন হবে এবং এখনও সেটাই বলবো।”

“আমরা এখন আর লিগের শীর্ষে নেই। কিন্তু এই প্রতিযোগিতা সবসময়ই উন্মুক্ত। আমরা লড়াই ছেড়ে দেবো না। কেননা এটা একটি ম্যারাথন, স্প্রিন্ট নয়। আমাদের ইতিবাচক হতে হবে।”

সান্তিয়াগো বের্নাবেউয়ের ম্যাচে এক সময় ৩-১ গোলে এগিয়ে ছিল পালমাস। শেষ দিকে চারবারের বর্ষসেরা রোনালদোর জোড়া গোলে হার এড়ায় স্বাগতিকরা। দলের এমন পারফরম্যান্স ভাবাচ্ছে জিদানকে।

“এটা আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে এবং এই বিষয়গুলো পরিবর্তন করতে কী করা যায় সেটা নিয়ে আমাদের ভাবতে হবে।”