সোয়ানসিকে হারিয়ে শীর্ষস্থান মজবুত চেলসির

সোয়ানসি সিটিকে সহজেই হারিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষস্থান মজবুত করেছে চেলসি। ঘরের মাঠে ম্যাচটি ৩-১ গোলে জিতেছে আন্তোনিও কোন্তের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2017, 06:18 PM
Updated : 25 Feb 2017, 06:18 PM

স্ট্যামফোর্ড ব্রিজে শনিবারের এই জয়ের পর ২৬ ম্যাচে চেলসির পয়েন্ট ৬৩। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। 

প্রিমিয়ার লিগে ৩০০তম ম্যাচ খেলতে নামা স্পেনের মিডফিল্ডার সেস ফাব্রেগাসের গোলে সপ্তদশ মিনিটে এগিয়ে যায় চেলসি। বিরতির ঠিক আগে আরেক স্প্যানিয়ার্ড ফের্নান্দো লরেন্তের গোলে সমতায় ফেরে সোয়ানসি।

সমতায় ফিরে লড়াইয়ের সম্ভাবনা জাগালেও দ্বিতীয়ার্ধে চেলসিকে আর রুখতে পারেনি অতিথিরা।

৫১তম মিনিটে ফাব্রেগাসের শট লাগে ক্রসবারে। ৭২তম মিনিটে পেদ্রোর গোলে এগিয়ে যায় চেলসি। এর ১২ মিনিট পর ব্যবধান আরও বাড়ান দিয়েগো কস্তা।

ব্রাজিলে জন্ম নেওয়া স্পেনের ফরোয়ার্ড কস্তার এবারের লিগে এটি ষষ্ঠদশ গোল। ১ গোল করে বেশি নিয়ে তালিকার শীর্ষে আছেন আর্সেনালের আলেক্সিস সানচেস ও এভারটনের রোমেলু লুকাকু।