জুনে মেলবোর্নে অস্ট্রেলিয়া-ব্রাজিল ম্যাচ

আগামী জুনে মেলবোর্নে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 03:10 PM
Updated : 23 Feb 2017, 03:10 PM

ভিক্টোরিয়ার কর্মকর্তারা জানান, ১৩ জুন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিসি) ম্যাচটি হবে। এর চারদিন পর একই মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ খেলবে তিতের দল।

ব্রাজিলের বিপক্ষে অস্ট্রেলিয়ার শেষ খেলেছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে। ব্রাসিলিয়ায় হওয়া ওই ম্যাচে ৬-০ গোলে জিতেছিল স্বাগতিকরা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অস্ট্রেলিয়ার একমাত্র জয় ২০০১ সালের কনফেডারেশন্স কাপে।

তিতে আসার পর রীতিমত উড়ছে ব্রাজিল। গতবছরের জুনে দায়িত্ব নেওয়া এই কোচের অধীনে বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচে টানা জয় পেয়েছে নেইমাররা।

১২ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ব্রাজিল।

আর এশিয়া অঞ্চলের বাছাই পর্বে নিজেদের গ্রুপের পয়েন্ট টেবিলে ছয় দলের মধ্যে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।