চ্যাম্পিয়ন্স লিগ জিতবে ইউভেন্তুস: হিগুয়াইন

দুই দশকের বেশি সময় পেরিয়ে গেছে ইউভেন্তুসের শেষ ইউরোপ শ্রেষ্টত্বের মুকুট পরার। দীর্ঘদিনের খরা এবার ঘুঁচবে বলে বিশ্বাস দলটির তারকা স্ট্রাইকার গনসালো হিগুয়াইনের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2017, 03:20 PM
Updated : 21 Feb 2017, 03:20 PM

সবশেষ ১৯৯৫-৯৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ইউভেন্তুস এবার শেষ ষোলোতে লড়বে পোর্তোর সঙ্গে। বুধবার প্রথম লেগে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে সেরি আ চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার তুরিনের দৈনিক লা স্তাম্পাকে হিগুয়াইন বলেন, "আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারি, কিন্তু আমাদের শান্ত থাকতে হবে।"

"আমি জানি, আমরা শক্তিশালী একটি দল এবং আমরা শেষ পর্যন্ত যেতে পারবো। পোর্তোর মাঠে অ্যাওয়ে ম্যাচ থেকেই আমাদের এই অভিযান শুরু করতে হবে।"

২০১৪-১৫ মৌসুমে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতাটির ফাইনাল খেলেছিল ইউভেন্তুস। সেবার বার্লিনে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে যায় সেরি আর সবচেয়ে সফল দলটি।

ক্যারিয়ারে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ পাননি হিগুয়াইন। ২০১৩ সালের অগাস্টে রিয়াল মাদ্রিদ ছেড়ে নাপোলিতে চলে আসেন তিনি। আর ওই মৌসুমেই লা লিগার দলটিকে দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতান কার্লো আনচেলত্তি।

দুবারের ইউরোপ সেরা ইউভেন্তুসের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা খরা দূর করার পাশাপাশি নিজের অর্জনের ভাণ্ডারেও প্রথম সর্বোচ্চ সাফল্য যোগ করতে আশাবাদী হিগুয়াইন।

গত জুলাইয়ে প্রায় ৯ কোটি ইউরোতে নাপোলি ছেড়ে ইউভেন্তুসে নাম লেখান হিগুয়াইন। ২৯ বছর বয়সী এই খেলোয়াড়ের মত, আসছে ৩ জুন কার্ডিফে (চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল) জয় পাওয়ার যোগ্যতা তার দলের আছে।