ইব্রার গোলে শেষ আটে ইউনাইটেড

দ্বিতীয় সারির দল ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠে হোঁচট খেতে বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু দারুণ ছন্দে থাকা জ্লাতান ইব্রাহিমোভিচ বদলি হিসেবে নেমেই দলকে এনে দিলেন দারুণ জয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 06:36 PM
Updated : 19 Feb 2017, 06:56 PM

রোববার রাতে ২-১ গোলের এই জয়ে এফএ কাপের শেষ আটে উঠেছে জোসে মরিনিয়োর দল। কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা চেলসি।

প্রতিপক্ষের মাঠে সপ্তদশ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড ড্যানি গ্র্যাহামের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ১০ মিনিট পর আরেক ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ডের গোলে সমতায় ফেরে অতিথিরা।

গত বৃহস্পতিবার ইউরোপা লিগে সাতে ইচেনার বিপক্ষে হ্যাটট্রিক করা ইব্রাহিমোভিচকে ৬০তম মিনিটে বদলি নামান মরিনিয়ো। মাঠে নামার ১৫ মিনিট পরেই জয়সূচক গোলটি করেন সুইডেনের এই স্ট্রাইকার। মাঝমাঠের আগে থেকে আরেক বদলি খেলোয়াড় পল পগবার উঁচু লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন।

দিনের অন্য ম্যাচে হ্যারি কেনের হ্যাটট্রিকে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে টটেনহ্যাম হটস্পার। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ‘স্পার্স’ নামে পরিচিত দলটি খেলবে লেস্টার সিটিকে হারিয়ে শেষ আটে ওঠা মিলওয়ালের বিপক্ষে।