সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না বার্সা কোচ

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পিএসজির মাঠে বড় ব্যবধানে হারায় সমালোচনায় বিদ্ধ হচ্ছে বার্সেলোনার খেলোয়াড়রা। সমালোচিত হচ্ছেন কোচ লুইস এনরিকেও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2017, 03:04 PM
Updated : 18 Feb 2017, 03:04 PM

তবে এসব সমালোচনা নিয়ে একেবারেই ভাবছেন না বার্সেলোনা কোচ। এনরিকের ভাবনা জুড়ে শুধুই রোববার হতে যাওয়া লেগানেসের বিপক্ষে লা লিগার ম্যাচটি। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় কাম্প নউয়ে শুরু হবে ম্যাচটি।

“সমালোচনা আমাকে প্রভাবিত করে না। তাই যদি হতো আমি তিন বছর ধরে এই দায়িত্ব পালন করতে পারতাম না। সৌভাগ্যক্রমে সংবাদমাধ্যম ও ক্লাবের মধ্যে যথেষ্ট একটি দূরত্ব আছে।”

শিষ্যদের মানসিক সক্ষমতা যাছাইয়ের জন্য ম্যাচটি ভালো পরীক্ষা হতে পারে বলে মনে করেন এনরিকে।

“গত মঙ্গলবারের পর এটা ভিন্ন একটি ম্যাচ। আমাদের কঠিন পরিস্থিতিতে কে ভালো সাড়া দেয় তা দেখার জন্য এটা উপযুক্ত একটি ম্যাচ হবে।”    

পিএসজির মাঠে ৪-০ গোলের দুঃসহ পরাজয় দলের কেউ ভুলতে পারছে না বলেও জানালেন এনরিকে।

“প্রতিদিনই এটা (পিএসজির কাছে হার) আমার ভাবনাজুড়ে আছে। হয়তো মাস ধরে প্রতি রাতই এটা মাথায় থাকবে। কিন্তু আমরা এটাতে নজর দিতে পারি না। আরও অনেক ম্যাচ আছে।”

দলের কঠিন পরিস্থিতিতেও শিষ্যদের আস্থা হারাননি বলে জানান বার্সেলোনা কোচ।