আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্যের আশায় মোহামেডান

মৌসুম শুরুর দুই টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপেও নিজেদের জাত চেনাতে ব্যর্থ মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর লিগে ১২ দলের মধ্যে দশম। তবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে ঘুরে দাঁড়াতে চায় দলটি। কোচ আব্দুল কাইয়ুম সেন্টু নেপালের ঘরোয়া ফুটবলের চ্যাম্পিয়ন মানাং মার্সিয়াংদিকে সমীহ করে জানিয়েছেন, জয়ে শুরুর আশা তার।

ক্রীড়া প্রতিবেদকচট্টগ্রাম থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2017, 12:45 PM
Updated : 18 Feb 2017, 12:45 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে রোববার বেলা ৪টায় ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। মানাং মার্সিয়াংদিকে শক্তিশালী মেনে নিজেদের পরিকল্পনা জানান সেন্টু।

“নেপালের দলটি আমাদের চেয়ে শক্তিশালী। টুর্নামেন্টে বাকি দলগুলোর চেয়ে আমরা পিছিয়ে। কিন্তু গ্রুপটা সহজ হওয়ায় আমাদের সেমি-ফাইনালে খেলার সুযোগ রয়েছে। আমরা সে সুযোগটা কাজে লাগাতে চাই। এ জন্য জয়ে শুরুটা খুবই গুরুত্বপূর্ণ।”

কিছুদিন আগে মোহামেডানের দায়িত্ব নেওয়া সেন্টু অকপটে জানালেন দলে ঘাটতি থাকার কথাও। তবে ঘাটতি পুষিয়ে, সাম্প্রতিক সময়ের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের এই সাবেক কোচ। জাত্তা মুস্তাফা, সিও জুনাপিও, এলিটা জুনিয়র, কামারা সাররা ও দাউদা সিসে-এই পাঁচ বিদেশির কাছে প্রত্যাশা বেশি বলেও জানান তিনি।

“দলে অনেক ঘাটতি রয়েছে, আমরা ২৩ জনের বদলে ২১ জন নিয়ে এসেছি এবং এটা লুকানোর কোনো উপায় নেই। তবে আগে কি হয়েছে, সেটা ভুলে যেতে হবে। ছেলেদের বলেছি, সব ভুলে মাঠে যেতে হবে, খেলতে হবে এবং জিততে হবে। যেহেতু সেমিতে ওঠার সুযোগ রয়েছে, এটা কাজে লাগানোর চেষ্টা করতে হবে।”

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম আসরে ভাঙাচোরা দল নিয়ে সেমি-ফাইনালে উঠেছিল মোহামেডান। এবারও দলটির প্রথম লক্ষ্য সেরা চারে ওঠা। কিন্তু মানাং মার্সিয়াংদি কোচ চিরিং লোসাং পরিষ্কার জানিয়েছেন, শিরোপা নিয়েই দেশে ফিরতে চান তিনি।

“ভালো প্রস্তুতি নিয়েছি আমরা। এখানে আসার আগে আমরা এরই মধ্যে তিনটি শিরোপা জিতেছি। আমরা নেপালেরও লিগ চ্যাম্পিয়ন। তো আমাদের লক্ষ্য এই টুর্নামেন্টেরও শিরোপা জেতা।”