বার্সেলোনা এখনো বিশ্বসেরা: গুয়ার্দিওলা

পিএসজির কাছে বিশাল ব্যবধানে হারায় তীব্র সমালোচনার মুখে পড়েছে বার্সেলোনা। তবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের নিয়ে এত বেশি সমালোচনা মানতে পারছেন না পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2017, 10:07 AM
Updated : 18 Feb 2017, 10:07 AM

দলটির সাবেক কোচের মতে, বার্সেলোনা এখনও বিশ্বসেরা ক্লাব এবং কোনো দল যদি চার গোলের ব্যবধান ঘুচাতে পারে তবে সেটা তারাই।

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হারে বার্সেলোনা। এত বড় ব্যবধানে হারের পর সেরা আটে উঠতে ইতিহাস গড়তে হবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের।

চ্যাম্পিয়ন্স লিগে এর আগে নকআউট পর্বে প্রথম লেগের চার গোলের ঘাটতি দ্বিতীয় লেগে কেউ পুষিয়ে নিতে পারেনি। আগামী ৮ মার্চ ঘরের মাঠ কাম্প নউয়ে ফিরতি লেগ খেলবে লিওনেল মেসি-নেইমাররা।

লক্ষ্য দু:সাধ্য হলেও আত্মবিশ্বাসী বার্সেলোনা। দলটির হয়ে ১৪টি শিরোপা জেতা গুয়ার্দিওলাও পুরনো শিষ্যদের ভালোই সম্ভাবনা দেখছেন। ক্লাবটির প্রতি এত কঠোর না হওয়ার জন্য সমালোচকদের প্রতি আহ্বান জানালেন গুয়ার্দিওলা।

ম্যানচেস্টার সিটির কোচ সাংবাদিকদের বলেন, “আমার কাছে বার্সেলোনা এখনো বিশ্বের সেরা দল।”

“দ্বিতীয় লেগে আরও ৯০ মিনিটের খেলা বাকি আছে এবং যেকোনো কিছুই ঘটতে পারে। ৪-০ গোলের পরাজয় ঘুচানোর মতো যদি কোনো দল থাকে, সেটা বার্সেলোনা।” 

“বার্সেলোনা ১০ বছর ধরে ফুটবল বিশ্বটাকে শাসন করেছে। তাই সবার প্রতি আমার উপদেশ, বার্সেলোনাকে খুব বেশি সমালোচনা করবেন না। কেননা পূর্বে তারা সবাইকে ভুল প্রমাণিত করেছে।”

বার্সেলোনার এমন পরাজয় অনেকের কাছে বিস্ময় হয়ে এলেও এটাকে স্বাভাবিকভাবেই দেখছেন গুয়ার্দিওলা।

“দিনটি আপনার জন্য খারাপ হলে এবং প্রতিপক্ষ ভালো খেললে বর্তমান ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে। এমনটা আমার বেলায় ঘটেছে।”