আর্সেনালের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

আলিয়াঞ্জ অ্যারেনায় বিধ্বস্ত হওয়ার রাতে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড সঙ্গী হয়েছে আর্সেনালের। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ২০০টি গোল খেয়েছে গানাররা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2017, 11:14 AM
Updated : 16 Feb 2017, 12:36 PM

বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ৫-১ গোলে হারে আর্সেনাল।

শুরুতে আরিয়েন রবেনের গোলে পিছিয়ে পড়লেও আলেক্সিস সানচেসের নৈপুণ্যে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে আর্সেনাল। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো প্রতিরোধই গড়তে পারেনি তারা, চার গোল খেয়ে বসে। ২০০৪ সালের মার্চের পর আবারও কোনো ম্যাচে এক অর্ধেই চারটি গোল খেল তারা। 

আর চ্যাম্পিন্স লিগে নকআউট পর্বের প্রথম লেগে এবারই প্রথম পাঁচ গোল হজম করল দলটি।

বিশাল ব্যবধানে হারের পর কোয়ার্টার-ফাইনালে ওঠার আশা একরকম শেষই হয়ে গেছে আর্সেন ভেঙ্গারের দলের। গত ছয় মৌসুমে প্রতিবারই শেষ ষোলো থেকে ছিটকে পড়া দলটিকে চিত্রনাট্য পাল্টাতে রীতিমত অসাধ্যই সাধন করতে হবে।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে প্রথম লেগের চার গোলের ঘাটতি দ্বিতীয় লেগে কেউ পুষিয়ে নিতে পারেনি। ইতিহাস গড়ার স্বপ্নে আগামী ৭ মার্চ ঘরের মাঠে ফিরতি লেগ খেলবে আর্সেনাল।