স্টার্লিং-আগুয়েরোর নৈপুণ্যে ম্যান সিটির জয়

গাব্রিয়েল জেসুসের চোটে পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগালেন সের্হিও আগুয়েরো। আর্জেন্টিনার এই স্ট্রাইকার ও রাহিম স্টার্লিংয়ের নৈপুণ্যে বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 10:12 PM
Updated : 14 Feb 2017, 09:38 AM

সোমবার রাতের এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপ গুয়ার্দিওলার দল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই বড় ধাক্কাটি খায় সিটি। গোড়ালির গাটে চোট পেয়ে মাঠ ছাড়েন গত দুই ম্যাচে তিন গোল করা জেসুস।

অতিথিদের প্রথম গোলটি করেন স্টার্লিং। বাঁ-দিক থেকে লেরয় সানের ক্রস ডিফেন্ডার স্টিভ কুক ঠেকানোর চেষ্টা করলেও বল তার পায়ে লেগে গোলমুখে পেয়ে যান ইংল্যা্ন্ডের মিডফিল্ডার স্টার্লিং।

দলের জয়সূচক গোলেও দারুণ অবদান স্টার্লিংয়ের। ৬৯তম মিনিটে বাইলাইন থেকে তার বাড়ানো বলে আগুয়েরোর স্লাইড ডিফেন্ডার মিংসের পায়ে লেগে জালে ঢুকে যায়।

দ্বিতীয় স্থানে ওঠা সিটির পয়েন্ট ২৫ ম্যাচে ৫২। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৬০।

৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল।

১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে লিভারপুল। ষষ্ঠ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪৮।