মেসির পর বিশ্বসেরা জেসুস: রোনালদিনিয়ো

মাত্র ১৯ বছর বয়সেই পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন ব্রাজিলের গাব্রিয়েল জেসুস। তার স্বদেশি দুইবারের বিশ্বসেরা ফুটবলার রোনালদিনিয়োরও মনে হচ্ছে লিওনেল মেসির পর বিশ্বসেরা হবেন জেসুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 07:32 AM
Updated : 13 Feb 2017, 07:32 AM

ব্রাজিলের ঘরোয়া লিগের দল পালমেইরাস থেকে গত জানুয়ারিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া জেসুস এরই মধ্যে সেরা একাদশে জায়গা পাকা করে ফেলেছেন। সিটির জার্সিতে গত দুই ম্যাচে করেছেন তিন গোল।

সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জার্সিও উঠেছে গায়ে। ছয় ম্যাচে ৪ গোলও করেছেন জেসুস। রোনালদিনিয়ো তাই এই উঠতি ব্রাজিলিয়ানের মধ্যে আগামীর বিশ্বসেরাকে দেখছেন।

“ম্যানচেস্টার সিটি বিশেষ মানের এক ফুটবলারকে পেয়েছে; গাব্রিয়েল জেসুস”

মিররকে জেসুসকে নিয়ে বলেন, “এমনকি ভবিষ্যতে সে বিশ্বসেরা হতে পারে।”

রোনালদিনিয়োর সম্ভাব্য বিশ্বসেরা ফুটবলারের মধ্যে আগে থেকেই আছেন আরেক স্বদেশি নেইমার।

“এ মুহূর্তে মেসি বিশ্বসেরা। সবসময় বলেছি, একদিন নেইমার বিশ্বসেরা হবে। জেসুসের বয়স ১৯ বছর; ভবিষ্যতে বিশ্বসেরা হতে পারে সে। তা হওয়ার সব সামর্থ্যই তার আছে।”