নাপোলির বিপক্ষে ফিরতে পারেন বেল

চোট কাটিয়ে নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ফিরতে পারেন গ্যারেথ বেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2017, 01:37 PM
Updated : 10 Feb 2017, 01:37 PM

শুক্রবার সংবাদ সম্মেলনে এই তারকা উইঙ্গারের ফেরার সম্ভাবনার কথা জানান রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

গত নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে স্পোর্টিং লিসবনের মাঠে রিয়ালের ২-১ গোলে জয়ের ম্যাচে গোড়ালির গাঁটে চোট পান বেল। লন্ডনে অস্ত্রোপচারও করাতে হয় তার।

আগামী ৭ মার্চ নাপোলির মাঠে ফিরতি লেগ খেলতে যাবে রিয়াল। ওই ম্যচে ২৭ বছর বয়সী ওয়েলসের ফরোয়ার্ডকে ফিরে পাওয়ার প্রত্যাশায় জিদান বলেন, "সে ফিরলে একটা দারুণ ব্যাপার হবে।"

"সে অনুশীলন করছে কিন্তু তার সতীর্থদের সঙ্গে এখনো অনুশীলনে নামেনি। সে ভালোভাবে অনুশীলন করছে এবং সে ফেরার জন্য মুখিয়ে আছে।"

শনিবার লা লিগায় নিচের সারির দল ওসাসুনার মাঠে খেলতে যাবে রিয়াল।

চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। দুই ম্যাচে বেশি খেলে ৪৫ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৪৩।