ফিফায় মারাদোনার 'স্বপ্ন পূরণ'

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার হয়ে কাজ করার স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে দিয়েগো মারাদোনার। সংস্থাটির দূত হিসেবে কাজ করবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2017, 10:37 AM
Updated : 10 Feb 2017, 10:37 AM

ফিফার বর্তমান "পরিচ্ছন্ন ও স্বচ্ছ" পরিচালনা পর্ষদে যোগ দিতে মুখিয়ে আছেন ৫৬ বছর বয়সী সাবেক এই তারকা।

১৯৮৬ সালে দেশকে বিশ্বকাপ জেতানো মারাদোনা ফিফার সাবেক সভাপতি জেপ ব্লাটারের কঠোর সমালোচক ছিলেন।

২০১৫ সালে এক দুর্নীতির অভিযোগে সভাপতির পদ ছাড়তে হয় ব্লাটারকে। বর্তমানে ফুটবলের সব ধরণের কর্মকাণ্ডে নিষিদ্ধ সাবেক ফিফা প্রধান।

ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে নিজের একটি ছবি ফেইসবুকে পোস্ট করে মারাদোনা নতুন দায়িত্ব পাওয়ার খবরটি দেন।

"এখন বিষয়টি চূড়ান্ত। অবশেষে আমার সারা জীবনের একটি স্বপ্ন পূরণ করতে পারছি। সত্যিকার অর্থে যারা ফুটবল ভালোবাসে তাদের সঙ্গে পরিষ্কার ও স্বচ্ছ ফিফার জন্য কাজ করব।"

"এই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যারা আমাকে উৎসাহিত করেছেন তাদের সবাইকে ধন্যবাদ!"

গত মাসে ফিফার বেস্ট অ্যাওয়ার্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারাদোনা। বর্ষসেরা কোচ ক্লাওদিও রানিয়েরির হাতে পুরস্কার তুলে দেন তিনি।