সুয়ারেসের লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবে বার্সা

কোপা দেল রে সেমি-ফাইনালের ফিরতি লেগে বহিষ্কার হওয়া লুইস সুয়ারেসের লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2017, 12:29 PM
Updated : 9 Feb 2017, 12:29 PM

মঙ্গলবার রাতে কাম্প নউয়ে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচে নির্ধারিত সময়ের শেষ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুয়ারেস। প্রথমার্ধে তার গোলেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা।

প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জেতা বার্সেলোনা দুই পর্ব মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে ওঠে।

স্থানীয় গণমাধ্যমের খবর, বার্সেলোনা মূলত সুয়ারেসের দ্বিতীয় হলুদ কার্ডের বিরুদ্ধে আপিল করবে। বলের দখল নেওয়ার লড়াইয়ে সুয়ারেসের কনুইয়ের আলতো টোকায় পড়ে যান কোকে। রেফারি ছুটে এসে উরুগুয়ের স্ট্রাইকারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান।

মিডফিল্ডার সের্হিও বুসকেতসের হলুদ কার্ডের বিরুদ্ধেও আপিল করবে বার্সেলোনা। ম্যাচে এক সময় মাঠে দুটো বল ছিল, তখন বল মারায় তাকে হলুদ কার্ড দেখান রেফারি। অবশ্য এই কার্ডের জন্য তার ফাইনালে খেলতে কোনো সমস্যা নাই।

তবে লাল কার্ড পাওয়ায় আগামী ২৭ মে হতে যাওয়া ফাইনালে খেলতে পারবেন না চলতি মৌসুমে সব মিলিয়ে এখন পর্যন্ত ২৩ গোল করা সুয়ারেস।

ম্যাচ শেষে সুয়ারেস নিজেও তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

“এটাই রেফারি চাচ্ছিলেন। আমি ক্ষুব্ধ। এমনকি এটা কোনো ফাউলও ছিল না। বরাবরের মতো রেফারি আমাকে কোনো ব্যাখ্যাও দেননি।

শিরোপা ধরে রাখার লড়াইয়ে ফাইনালে আলাভেসের মুখোমুখি হবে বার্সেলোনা।