রিয়ালের সভাপতি হতে চান নাদাল

পরিবারের একজন সদস্য বার্সেলোনার সাবেক খেলোয়াড় হলেও টেনিস তারকা রাফায়েল নাদাল রিয়াল মাদ্রিদের সমর্থক। বিশ্বের অন্যতম সেরা ক্লাবটির সভাপতি হওয়ারও ইচ্ছা আছে ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই স্প্যানিয়ার্ডের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2017, 04:04 PM
Updated : 8 Feb 2017, 04:04 PM

নাদালের চাচা মিগেল আনহেল নাদাল বার্সেলোনার সাবেক ডিফেন্ডার ছিলেন। ক্লাবটির হয়ে ১৯৯১ সাল থেকে ১৯৯৯ পর্যন্ত খেলে অনেক শিরোপাও জিতেন তিনি।

কিন্তু বার্সেলোনা তারকা মিগেলের ভাতিজা ‘ক্লে কোর্টের’ রাজা নাদালের রিয়াল প্রীতিটা একটু বেশিই। লা লিগা ও ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির অংশ হওয়া তার স্বপ্ন।  

“আপনি যদি আমাকে বলেন, আমি এটা হতে চাই কি-না, অবশ্যই, কেন নয়?”

“কিন্তু এটা অনেক বড় কিছু… যদিও আমি মনে করি এটা হবে না।"

রিয়ালের বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের কাজেরও প্রশংসা করেছেন এবারের অস্ট্রেলিয়ান ওপেনে রানার্স-আপ হওয়া নাদাল। 

“আমাদের এখন দুর্দান্ত একজন সভাপতি আছে এবং আমি মনে করি না রিয়াল মাদ্রিদে আমার প্রয়োজন আছে। যদিও আমরা কখনোই জানি না, ভবিষ্যতে কী ঘটতে হবে।”

রিয়াল এবারের মৌসুমে লা লিগার শিরোপা জয়ের পথে দারুণভাবে এগিয়ে যাচ্ছে। ১৯ ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে জিনেদিন জিদানের দল। দুই ম্যাচ বেশি খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে বার্সেলোনা। তৃতীয়স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৪৩।