বার্সাকে হারিয়ে শেষ আটে ওঠার স্বপ্ন পিএসজির

গত চার মৌসুমে দুবার বার্সেলোনার কাছে হেরে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগে পথচলা শেষ হয়। ইউরোপ সেরার মঞ্চে আবারও তাদের সামনে সেই একই বাধা। তবে এবার কাতালান ক্লাবটিকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার স্বপ্ন দলটির মিডফিল্ডার থিয়াগো মোত্তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2017, 03:45 PM
Updated : 7 Feb 2017, 03:45 PM

২০১২-১৩ ও ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনার কাছে হেরে বিদায় নেয় পিএসজি। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক পারফরম্যান্স- যেকোনো হিসেবে এবারও ফেভারিট লুইস এনরিকের দল। তবে এবার চিত্রপটে পরিবর্তন আসবে বলেই বিশ্বাস ৩৪ বছর বয়সী মিডফিল্ডার মোত্তার।

১৪ ফেব্রুয়ারি শেষ ষোলোর প্রথম লেগ খেলতে পিএসজির মাঠে যাবে বার্সেলোনা। ফিরতি লেগ হবে ৮ মার্চ, কাম্প নউতে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে এক প্রশ্নের জবাবে মোত্তা বলেন, "পরিষ্কারভাবে বার্সেলোনাই ফেভারিট। আমরা তাদের বিপক্ষে অনেকবার খেলেছি এবং তারা কী করতে পারে তা আমরা জানি। আমাদের কোয়ার্টার-ফাইনালে যাওয়ার এটা একটা সুযোগ।"

তবে লক্ষ্য পূরনে যে কঠিন পরীক্ষা দিতে হবে সেটা ভালো করেই জানেন ইতালির এই খেলোয়াড়।

"কঠিন দুটি ম্যাচ হতে যাচ্ছে কিন্তু নিশ্চয়ই তাদের জন্যও এটা কঠিন হবে। আমরা জানি, তারা ফেভারিট কিন্তু আমরা এই লড়াই নিয়ে রোমাঞ্চিত এবং পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখি।"