চ্যাম্পিয়ন লেস্টারকে সহজেই হারাল ম্যানইউ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2017 12:17 AM BdST Updated: 06 Feb 2017 12:21 AM BdST
ইংলিশ ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় নিজেদের দুই হাজারতম ম্যাচটা সুখকর হলো না লেস্টার সিটির। প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বড় ব্যবধানে হেরেছে ক্লাওদিও রানিয়েরির দল।
নিজেদের মাঠে রোববার রাতে ইউনাইটেডের কাছে ৩-০ ব্যবধানে হারে লেস্টার। লিগে দুই দলের আগের ২১ বারের মুখোমুখি লড়াইয়ে ১৩টিতে জিতেছিল ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।
প্রতিপক্ষের মাঠে প্রথম গোল পেতে ৪২তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইউনাইটেডকে। বল নিয়ে দ্রুত ডান দিক দিয়ে আক্রমণে ঢোকা হেনরিখ মাখিতারিয়ান কোনাকুনি শটে বল ঠিকানায় পৌঁছে দেন।


হুয়ান মাতার ৪৯তম মিনিটের গোলে চলতি লিগে নিজেদের দ্বাদশ জয় অনেকটাই নিশ্চিত করে নেয় ইউনাইটেড। মাখিতারিয়ানের ফিরতি পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করেন স্পেনের এই ফরোয়ার্ড।

রোববার অন্য ম্যাচে গাব্রিয়েল হেসুসের জোড়া গোলে ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে ২-১ ব্যবধানে সোয়ানসি সিটিকে হারায়।
২৪ ম্যাচে ৪৯ পযেন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৫৯।
আর্সেনালের পয়েন্ট ৪৭। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
- পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড