ইনিয়েস্তা-বুসকেতস ফেরায় উচ্ছ্বসিত এনরিকে

চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা ও সের্হিও বুসকেতস ফেরায় উচ্ছ্বসিত বার্সেলোনা কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2017, 03:46 PM
Updated : 3 Feb 2017, 03:46 PM

বুসকেতস অ্যাংকেলের চোট এবং ইনিয়েস্তা কাফের চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন।

শুক্রবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন এই দুই মিডফিল্ডার। তবে শনিবার লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে তারা খেলবেন কি-না এ ব্যাপারে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত হয়নি। এরপরও তারা অনুশীলনে যোগ দেয়ায় উৎসাহ পাচ্ছেন বার্সেলোনা কোচ।    

চোটের কারণে বুসকেতস তিন ম্যাচ খেলতে পারেননি। টানা চার ম্যাচে অনুপস্থিত ছিলেন বার্সেলোনার নিয়মিত অধিনায়ক ইনিয়েস্তা। 

আথলেতিকের বিপক্ষে তারা খেলবেন কি-না? এমন এক প্রশ্নের জবাবে এনরিকে বলেন, “তারা দলের সঙ্গে অনুশীলন করেছে- কিন্তু এটা (তাদের খেলার বিষয়) ডাক্তার, খেলোয়াড়দের নিজেদের উপর এবং তাদের পরিস্থিতির উপর নির্ভর করছে।”

“তবে খেলোয়াড়দের ফিরে পাওয়া সবার জন্য অনেক ভালো খবর, এটা আমাকে খেলার জন্য আরও রসদের যোগান দেয়।”

হাঁটুর চোট কাটিয়ে ফিরেছেন দলের ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়েও।

বার্সেলোনা লা লিগায় সাম্প্রতিক ম্যাচগুলোতে আশানুরূপ ভাল করতে পারেনি। লিগে শেষ নয় ম্যাচের পাঁচটিতেই ড্র করেছে তারা।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে শিরোপার দৌড়ে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে এখনও আত্মবিশ্বাসী এনরিকে।

১৯ ম্যাচে ৪৬। এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনার পয়েন্ট ৪২। গোল ব্যবধান পিছিয়ে সেভিয়া আছে তৃতীয়স্থানে।