বার্সেলোনায় ফিরলেন রোনালদিনিয়ো

সাবেক তারকা ফুটবলার রোনালদিনিয়ো দূত হয়ে স্পেনের অন্যতম সফল ক্লাব বার্সেলোনায় ফিরেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2017, 12:45 PM
Updated : 3 Feb 2017, 12:45 PM

লা লিগা চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার জানিয়েছে, বার্সেলোনার ‘লিজেন্ড’ প্রকল্পের অংশ হওয়ার পাশাপাশি বিভিন্ন ইভেন্টে প্রতিনিধিত্ব করবেন ২০০৫ সালে ব্যালন ডি’অর জেতা ব্রাজিলের এই ফুটবলার।

রোনালদিনিয়ো বার্সেলোনার সাবেক খেলোয়াড়দের একটি দলে যোগ দেবেন, যারা বিশ্ব জুড়ে ম্যাচ খেলেন, ফুটবল ক্লিনিক ও অনুশীলনের আয়োজন করেন।

রোনালদিনিয়ো ২০০৩ সালে পিএসজি ছেড়ে বার্সেলোনায় যোগ দেন। পাঁচ বছর ক্লাবটির হয়ে ১৯৮টি ম্যাচ খেলে ৯৪টি গোল করেন।

গত মাসে রোনালদিনিয়োর এজেন্ট ও তার ভাই রবের্তো দে আসিস জানিয়েছিলেন, পেশাদারী ফুটবলে ফিরছেন ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়। তবে ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেসে ছাড়ার পর প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে দেখা যায়নি তাকে।