আফ্রিকার সেরা হওয়ার লড়াইয়ে মিশরের প্রতিপক্ষ ক্যামেরুন

ঘানাকে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে উঠেছে ক্যামেরুন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2017, 10:21 AM
Updated : 3 Feb 2017, 10:21 AM

বৃহস্পতিবার রাতের সেমি-ফাইনালে ২-০ গোলের এই জয়ে ২০০৮ সালের পর আবার প্রতিযোগিতাটির ফাইনালে উঠলো ক্যামেরুন।
 
রোববার চূড়ান্ত লড়াইয়ে মিশরকে হারাতে পারলে ১৫ বছর পর আবার আফ্রিকার সেরা হওয়ার গৌরব অর্জন করবে চারবারের চ্যাম্পিয়নরা।
 
গ্যাবনের ফ্রান্সভিলেতে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। ম্যাচের ৭২তম মিনিটে প্রতিপক্ষের একটি ফ্রি-কিক আটকে দিতে গিয়ে ব্যর্থ হয় ঘানার রক্ষণভাগ। সুযোগটি কাজে লাগিয়ে ক্যামেরুনকে এগিয়ে নেন মাইকেল নগাদেউ-নগাদজুই।
 
ম্যাচের যোগ করা সময়ের কয়েক সেকেন্ড বাকি থাকতে পাল্টা আক্রমণে ক্যামেরুনের জয় নিশ্চিত করেন ক্রিস্তিয়ান বাসোগগ।
 
ফাইনালের অপর দল মিশর বুধবার শেষ চারের লড়াইয়ে টাইব্রেকারে ৪-৩ গোলে বুরকিনা ফাসোকে হারায়। 
 
২০০৮ সালের আসরের ফাইনালেও মিশর ক্যামেরুনের মুখোমুখি হয়েছিল। সেবার ১-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় নীল নদের দেশটি।